রাজধানীর গুলশান থানাধীন লেকপাড় এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত আসামি মাকসুদুর রহমান শিকদার (৫২) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪:১০ ঘটিকায় গুলশান-১ লেকপাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই ফ্রড ইনভেস্টিগেশন টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাকসুদুর রহমান শিকদার দুইটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।









