সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুর পর্বে ক্যাচ মিসের মহড়া দিল বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ঝুলিতে যোগ হয়েছে ফিফটি।
সবমিলিয়ে প্রথম সেশন ভালো কাটেনি বাংলাদেশের। যদিও আইরিশদের রানের খাতা খোলার আগেই অ্যান্ড্রু বলবার্নিকে বিদায় করেছেন হাসান মাহমুদ। তবে বাকি সময়টা উইকেট বঞ্চিত থাকতে হয় তাদের।
পঞ্চম ওভারে আবারও উইকেটের সুযোগ হারান হাসান। এবার স্পিনার তাইজুল ইসলামের হাতে বল গেলেও তিনি তালুবন্দী করতে ব্যর্থ হন। তবে তাইজুল আঘাতও পান। এতে তাকে মাঠ ছেড়ে বেরিয়েও যেতে হয়।
পরের ওভারেই মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস করেন। এবারও নাহিদ হাসানের বল ধরতে গিয়ে আঘাত আসে মিরাজের আঙুলে। তাকেও উঠে যেতে হয় মাঠ ছেড়ে। পরপর তিন ওভারে তিন ক্যাচ মিস করে বাংলাদেশ প্রথম সেশন সন্তুষ্ট আছে ১ উইকেট নিয়েই।
আইরিশ ব্যাটার পল স্টার্লিংয়ের সঙ্গে কেড কারমাইকেল আছেন ক্রিজে। তিনি অপরাজিত আছেন ৩০ রান নিয়ে।









