কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস এবং বিচ ক্লিনিং কার্যক্রম

- আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
কুয়াকাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিচ ক্লিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে র্যালিটি বের হয়ে কুয়াকাটার জিরো পয়েন্ট গিয়ে সৈকতের বিভিন্ন স্থানে ফেলে রাখা আবর্জনা কুড়িয়ে কার্যক্রম শুরু করেন। পরে পৌরসভার প্রাঙ্গণে পরিচ্ছন্ন কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে সচেতনতা করা এবং সকল অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। এ সময় কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেকসহ মহিপুর থানার পুলিশ ও, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিতি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুয়াকাটা পৌরসভা নিয়াজ মাহমুদ, কলাপাড়া সিডিপি ম্যানেজার জনাব দীপক কুমার দাস, কলাপাড়া সিডিপির প্রোগ্রাম অফিসার দিনা রিচিল, কলাপাড়া সিডিপির হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, কলাপাড়া সিডিপির এডমিন অফিসার সিপন চন্দ্র সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।