পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক জেলে ও একজন অজ্ঞান ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) কুয়াকাটা সৈকতের পৃথক দুইটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সৈকতের মীরাবাড়ি পয়েন্ট থেকে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে সৈকতে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ-পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে।
বিকাশ মণ্ডল আরও বলেন, জেলে নজরুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন তার ছেলে। উদ্ধারকৃত অবস্থায় তিনি কালো রঙের রেইনকোট পরিহিত ছিলেন। তবে গঙ্গামতি পয়েন্ট থেকে উদ্ধার হওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ “এফবি সাগরকন্যা” নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার করা হয় ১০ জন জেলেকে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে।