ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে : বাণিজ্য উপদেষ্টা কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধু অর্থ পাচারের উদ্দেশ্যে: উপদেষ্টা সাখাওয়াত আইফোন ১৬ এখন সবচেয়ে জনপ্রিয় আইফোন: টিম কুক বর্ষায় চুল ঝরছে, মেনে চলুন কিছু সহজ টিপস ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩ ভূতুড়ে শহরে পরিণত হবে ইসরায়েল, হুঁশিয়ারি খাতামির শাহবাগে সমাবেশ: জনভোগান্তির আশঙ্কায় ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ ছাত্রদলের পঞ্চাশ বছর ধরে ভোগাচ্ছে একটি রাস্তা, কচুগাছ রোপণ করে শিক্ষার্থীদের প্রতিবাদ দিলরুবা কামালের “পরদেশী মেঘ” ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ, এটি নতুন রাজনীতির সূচনা করেছে’

শাহবাগে সমাবেশ: জনভোগান্তির আশঙ্কায় ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এতে করে সমাবেশ ঘিরে যে কোনো ধরনের জনভোগান্তির জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি।

আজ শনিবার সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এনসিপির নেতৃত্ববৃন্দ এ দিন শহীদ মিনারে তারাও সমাবেশ করতে চান। পরে এ বিষয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। এমনকি শহীদ মিনারে সমাবেশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করা হয়েছিল। মূলত এ দিন শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে ছাত্রদল ছিল একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও বলা হয়, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে অবগত আছে সংগঠনটি। তথাপি, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তর ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আগামীকালের যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আরও অধিকতর সচেতন থাকবো, ইনশাআল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহবাগে সমাবেশ: জনভোগান্তির আশঙ্কায় ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ ছাত্রদলের

আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এতে করে সমাবেশ ঘিরে যে কোনো ধরনের জনভোগান্তির জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি।

আজ শনিবার সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এনসিপির নেতৃত্ববৃন্দ এ দিন শহীদ মিনারে তারাও সমাবেশ করতে চান। পরে এ বিষয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। এমনকি শহীদ মিনারে সমাবেশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করা হয়েছিল। মূলত এ দিন শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে ছাত্রদল ছিল একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও বলা হয়, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে অবগত আছে সংগঠনটি। তথাপি, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তর ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আগামীকালের যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আরও অধিকতর সচেতন থাকবো, ইনশাআল্লাহ।