ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

- আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় তিন ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ শনিবারআঞ্চলিক গভর্নররা এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছেন। সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে পোস্টে বলেছেন, সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
রোস্তভ এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন । ওই ড্রোন হামলায় ওই প্রতিষ্ঠানের একজন প্রহরী নিহত হয়েছেন। স্লিউসার টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং সাতটি জেলায় ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় নয় ঘন্টার মধ্যে রাশিয়ার ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৪টি।
গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের মধ্য-পূর্ব ডিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ান ড্রোন হামলায় তিনজন আহত হয়েছে। তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ অনুসারে, রাশিয়ান বাহিনী ডিনিপ্রোপেট্রোভস্কে অগ্রগতির দাবি করেছে। সম্প্রতি সেখানে দুটি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে, যা জুলাই মাসে মস্কোর ত্বরান্বিত অঞ্চল দখলের অংশ। কিয়েভ ডিনিপ্রো পেট্রোভস্ক এলাকায় রাশিয়ার উপস্থিতি অস্বীকার করেছে।