মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর। শনিবার (২৫ অক্টোবর) দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে আসরের প্রথম দিনেই ম্যাচ চলাকালে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে বরিশাল বিভাগ। তবে ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে গরমের কারণে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বী।দ্রুততম সময়ে স্ট্রেচারে শুইয়ে ৩৮ বছর বয়সী রাব্বিকে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিত বরন রায় সেখানে উপস্থিত থেকে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আল-আমিন জানান, অতিরিক্ত গরমে ফজলে রাব্বী অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ড্রেসিং রুমে বিশ্রামে আছেন এবং শারীরিকভাবে স্বাভাবিক। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত আগের রাতে ঘুম কম ও মানসিক চাপে ছিলেন, তাই গরমে হিটস্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত মুখ ফজলে মাহমুদ রাব্বী। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সেখানে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ আস্থার নাম তিনি। বিপিএলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।








