কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা করিমের ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা থাকা ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানির পর এই আদেশ দেন। ওই হিসাবগুলোতে এর আগে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা অবৈধ লেনদেন হয়েছে।
আজ সিআইডির উপপরিদর্শক (নি., ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করেছেন। এজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে।