আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলের বাইরে রাখা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যদিও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ) এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সূত্রের খবর অনুযায়ী, কোচ লিওনেল স্ক্যালোনি নাকি বিশ্বকাপজয়ী মার্টিনেজকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই ফিফা উইন্ডোতে দলের সঙ্গে থাকবেন না। স্ক্যালোনির উদ্দেশ্য হলো তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া, কারণ নিশ্চিত যে ২০২৬ ফিফা বিশ্বকাপে মার্টিনেজ আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক থাকবেন।
মার্টিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে শুরুর একাদশে খেলার সম্ভাব্য নামগুলো হল:
ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ
অলিম্পিক ডি মার্সেইর জেরোনিমো রুল্লি
রেসিং ক্লাবের ফ্যাকুন্ডো ক্যাম্বেসেস
এখন দেখার বিষয়, স্ক্যালোনি এদের মধ্যে কাউকে বেছে নেন নাকি অন্য কোনো তরুণ গোলরক্ষককে সুযোগ দেন।









