ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোন, দুজনেই রণবীর কাপুরের প্রাক্তন। রণবীরকে ঘিরে দুই অভিনেত্রীর তিক্ত সম্পর্কের কথা বি টাউনের সবারই জানা। এবার সেই দ্বন্দ্ব ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সন্তানের আগমনের কথা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি।
খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাদেরকে শুভেচ্ছায় ভাসিয়েছে গোটা বলিউড। বাদ যায়নি দীপিকা পাড়ুকোনও। এদিন ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্টবক্সে দীপিকা নজরকাঠি এঁকে দেন। অতীতের দ্বন্দ্ব ভুলে এখন দুজনেই নিজের জীবন উপভোগ করছেন।
উল্লেখ্য, গত বছর ঠিক এই সময়ে, অর্থাৎ সেপ্টেম্বরেই মা হয়েছেন দীপিকা। এখন চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। কাজ থেকেও নিয়েছেন কিছুটা বিরতি। অন্যদিকে দীপিকার পাশাপাশি ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মাও।
বর্তমানে ভিরাট ঘরনিও দুই সন্তানের মা। পরিবারই তার কাছে এখন সবথেকে গুরুত্ব পায়।
বলে রাখা ভালো, মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। অবশেষে অভিনেত্রী নিজেই সুখবর জানান। ঘনিষ্ঠ সূত্র মারফত আগেই জানা গেছে যে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে তারকা দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে বলে জানানো হয়েছে চিকিৎসকের তরফে।