বলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি চলচ্চিত্র সানি সংস্কারি কি তুলসি কুমারী ঘিরে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। ছবির মূল আকর্ষণ হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতান পরিচালিত ও ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিতে জাহ্নবী কাপুরের হাস্যরসাত্মক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি ও স্বতঃস্ফূর্ত সংলাপ দর্শকদের হৃদয় জয় করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভরে গেছে জাহ্নবীর প্রশংসায়। ভক্তদের ভাষায়, ছবির প্রাণ তিনি নিজেই। এক দর্শক লিখেছেন, “জাহ্নবী কাপুরই ছবিকে শতগুণ মজাদার করে তুলেছেন। প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি ছিল নিখুঁত।” এ ধরনের মন্তব্যে ভরে উঠেছে এক্স থেকে ফেসবুক- সব জায়গাই।
ছবিতে জাহ্নবীর সঙ্গে প্রধান চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান। আরও অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, মানীশ পল, অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা। হালকা ধাঁচের কাহিনি, আকর্ষণীয় গান ও রঙিন দৃশ্যপটের সঙ্গে এই তারকাদের প্রাণবন্ত পারফরম্যান্স মিলিয়ে ছবিটি দর্শকদের কাছে হয়ে উঠেছে নিখাদ বিনোদনের প্যাকেজ।
তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জাহ্নবী কাপুর। সমালোচক ও দর্শক উভয়ের মতে, এই ছবির প্রাণ তিনি। তার উপস্থিতিই যেন সিনেমাটিকে বাঁচিয়ে তুলেছে এবং দর্শকদের হাসি-আনন্দে ভরিয়ে দিয়েছে। এভাবেই বলিউডের এই তরুণ অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের প্রাণও।