শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের বিরতির পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। দীর্ঘ বিরতির পর শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পুনরায় পণ্য আদান-প্রদান শুরু হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারতীয় বিভিন্ন পণ্যবাহী প্রায় ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এ সময়ের মধ্যে বাংলাদেশি কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি।
জানা গেছে, প্রতিদিন গড়ে আড়াই হাজার মেট্রিক টনের বেশি পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ স্থলবাণিজ্য সম্পন্ন হয়। কয়েক দিনের স্থবিরতার পর আবারও পণ্য প্রবাহ সচল হওয়ায় সীমান্ত বাণিজ্যে নতুন গতি সঞ্চার হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার সকাল থেকে আবারও এই বন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্য প্রবাহ শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতের দুর্গাপূজার সরকারি ছুটির কারণে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।