আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ইতোমধ্যে নিজ সংসদীয় আসনে জনসংযোগও শুরু করেছেন বিএনপির এ নেত্রী। ছুটছেন সব জায়গায়। যাচ্ছেন গণমানুষের কাতারে।
এবারের দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে হাজির হন রুমিন ফারহানা। পূজা পরিদর্শনে গিয়ে এ নেত্রী বলেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাহলে মব কালচার বন্ধ হবে। ইউনূস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘দেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এরকম মব কালচার ছিলো না। এগুলো তো হচ্ছে।’
দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই।মানুষ যাকে ভোট দেবে। সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি এটা বলছি না।
যাকে ভালো লাগে ভোট দেন। আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক। একটা ভোটে নির্বাচিত সরকার আসুক। তাহলে অন্তত এই মাজার ভাঙা, সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা ডাকাতি, এই ঘটনাগুলো অন্তত কমে আসবে। বন্ধ হবে। আইনের আওতায় আসবে।