জ্যেষ্ঠ প্রতিবেদকনয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি হওয়া বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি) থেকে আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডি রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার স্থানান্তর করা হলেও বানান ভুলের কারণে তা আটকে যায়।
বাকি চারটি মেসেজের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের মাকাতি শহরের রিজল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় খোলা চারটি ভুয়া অ্যাকাউন্টে চলে যায়। পরবর্তীতে এই অর্থ ফিলরেম মানি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে স্থানীয় মুদ্রা পেসো হিসেবে তিনটি ক্যাসিনোর কাছে যায়।
অল্প অংশ অর্থ উদ্ধার হলেও বাকি অর্থের সঠিক অবস্থান নির্ধারণ করা যাচ্ছিল না। এ কারণে বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের আদালতে ২০২০ সালে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে। মামলায় ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অর্থ রূপান্তর, চুরি, আত্মসাৎ, জালিয়াতি ও সহায়তার অভিযোগ আনা হয়।