সকালের সেশনে টানা তিন ক্যাচ মিসের হতাশা পেছনে ফেলে সিলেট টেস্টে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশনে আইরিশদের চেপে ধরেন বোলাররা। এই সেশনে পল স্টার্লিং ও কারমাইকেলের উইকেটসহ মোট তিনটি উইকেট শিকার করেছে স্বাগতিকরা।
লাঞ্চের পরপরই দুবার জীবন পাওয়া পল স্টার্লিংকে (৬০) ফিরিয়ে স্বস্তি এনে দেন নাহিদ রানা। এরপর অভিষেকেই ফিফটি করা কারমাইকেলকেও (৫৯) তুলে নেন মেহেদী হাসান মিরাজ। হাসান মুরাদের বলে শান্ত টাকারের ক্যাচ না ছাড়লে আরও একটি উইকেট বেশি পেত বাংলাদেশ। তখন ১১ রানে ছিলেন টাকার। এই নিয়ে ম্যাচে চতুর্থ ক্যাচ মিস করল বাংলাদেশ।
জীবন পেয়ে সেই টাকারই ক্যাম্ফারের সঙ্গে জুটি বেঁধে দলকে চা বিরতি পর্যন্ত নিয়ে গেছেন। এই সেশনে আয়ারল্যান্ড ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান যোগ করে। চা বিরতি পর্যন্ত সফরকারীদের মোট সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। ক্যাম্ফার ৩৫ ও টাকার ২২ রানে অপরাজিত ছিলেন।
কারমাইকেলকে ফেরালেন মিরাজ, ক্যাচ ছাড়লেন শান্তও
অবশেষে জমে যাওয়া জুটি ভাঙল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন অভিষেক ইনিংসে ফিফটি করা ক্যাডে কারমাইকেল। মিরাজের বল রিভার্স সুইপ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন কারমাইকেল। আম্পায়ার আউট না নিলে ফের রিভিউ নিয়ে সফল হন তিনি। ফেরার আগে অভিষেক ইনিংসে ১২৯ বল খেলে ৫৯ রান করেন কারমাইকেল। সাতটি চারে সাজানো ছিল তার ইনিংস।
খানিক বাদেই হাসান মুরাদের বলে লর্কান টাকারের ব্যাটের কানায় লেগে বল স্লিপে যায়। কিন্তু এবার সেই ক্যাচ নিতেই ব্যর্থ হন অধিনায়ক শান্ত। সে সময় ১১ রানে ছিলেন টাকার। ৪৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৫।
লাঞ্চের পরই বাংলাদেশের জোড়া আঘাত, ফিরলেন স্টার্লিং-টেক্টর
মধ্যাহ্নভোজের বিরতিটা যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। প্রথম সেশনে তিন-তিনটি ক্যাচ ফেলে হতাশায় ডোবা বাংলাদেশ লাঞ্চের পর প্রথম দুই ওভারে তুলে নিল জোড়া উইকেট। নাহিদ রানার ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করেন স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে সেটি তালুবন্দি করেন সাদমান। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস। এতে ভাঙে ৯৬ রানের জুটি।
পরের ওভারেই বল হাতে নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নতুন ব্যাটার হ্যারি টেক্টর (১)। আম্পায়ার প্রথমে আউট দেননি, তবে শান্তর রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। ২৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ক্রিজে ক্যাড কারমাইকেলের সঙ্গী কার্টিস ক্যাম্ফার।
এর আগে প্রথম সেশনে নাজমুল হোসেন শান্তর দল প্রতিপক্ষের তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করে। এই ক্যাচ মিসের মাশুলে বাংলাদেশকে ভুগিয়েছে স্টার্লিং ও কারমিচায়েল। মধ্যাহ্ন বিরতির আগে আয়ারল্যান্ড ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে।









