পটুয়াখালীর লাউকাঠি নদীতে স্রোতের টানে তলিয়ে এক কিশোরের মৃত্যু

- আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর লাউকাঠী নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে রাহুল সমাদ্দার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বজনদের কান্নায় ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
রাহুল সমাদ্দার স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।