কলাপাড়ায় একই রাতে স্কুল, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

- আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৬৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে একই ইউনিয়নের চার স্থানে চুরির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সরকারি স্কুল, দোকান ও গরুচুরি।
বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, নীলগঞ্জ ও নবীপুরে ঘটনাগুলো ঘটেছে।
ক্ষতিগ্রস্তদের কাছথেকে জানা গেছ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ ও প্রজেক্টর। নীলগঞ্জ গ্রামের মামুন মৃধার দোকান থেকে নগদ টাকা ও সিগারেট সহ অন্যান্য মালামাল এবং নবীপুর গ্রামের বাসিন্দা মো.আবুল হোসেন হাওলাদার ও মোতালেব মাতুব্বর এর একটি করে মোট দুটি গরু চোরে নিয়ে যায়।
পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেন বলেন, মাত্র তিনদিন হল সরকার থেকে স্কুলের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর পেয়েছেন। তারা এখন পর্যন্ত ব্যাবহারও করেন নি। কিন্তু গতকাল রাতে কোন একসময় দরজার কয়রা ভেঙ্গে তা চোরে নিয়ে যায়। এছাড়াও স্টিলের আলমিরা ভেঙ্গে সামন্য কিছু টাকাও নিয়েছে। নীলগঞ্জ ইউনিয়নে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। এ ঘটনায় তারা হতভম্ব, তাই তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
এ সময় ওই স্কুলের পার্শবর্তী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, আমরাও বিদ্যালয়ের মালামাল নিয়ে শংকিত।
তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরাও আতংকিত, আমাদের বিদ্যালয়ে ৩০ টির অধিক কম্পিউটার রয়েছে। এগুলোও এখন নিরাপদ মনে করছি না। তাই প্রশাসনের নজরদারি আরো অনেকগুণ বৃদ্ধি করার দাবি করছি।
এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, আমি স্কুলে চুরির বিয়টি জেনেছি। এছাড়া অন্য ঘটনাগুলো আমার জানানেই। এখনও পর্যন্ত কোন বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।