ময়মনসিংহে কালভার্ট ধসে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

- আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে
পানির তোরে ধসে যায় ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের।
স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিনের টানা বর্ষণে নদীতে পানি প্রবাহ বাড়ায় গত শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামের এই সেতুর দুপাশ থেকে মাটি সরে যেতে শুরু করে।একপর্যায়ে তা ভেঙে পড়ে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন দুপাড়ের বাসিন্দারা। তিন দিন ধরে যোগাযোগ বন্ধ হওয়ায় দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে চলাচলকারীদের। আবার অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বক্স কালভার্টটি হঠাৎ ভেঙে যাওয়ায় থেমে গেছে দুপাড়ের ১৫ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল। সামনে ঈদুল আজহা- এই সময়ে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ। ভোগান্তি কমাতে ঈদের আগেই বিকল্প ব্যবস্থা ও দ্রুত সময়ে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
এলজিইডি সূত্র জানায়, ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয় ২০০১ সালে।