নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় দিদারুলকে শেষবিদায় জানালো হাজারো মানুষ

- আপডেট সময় : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গভীর শোক ও শ্রদ্ধায় শেষবিদায় জানিয়েছেন হাজার হাজার মানুষ। এদের মধ্যে ছিলেন আত্মীয়স্বজন, রাজনীতিবিদ এবং নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের সদস্যরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক সিটির পার্চেস্টার এলাকায় দিদারুলকে শেষবিদায় জানানো হয়। খবর সিএনএনের।
গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল। পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন এক বন্দুকধারী। জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন।

দিদারুলকে ‘গার্ড অব অনার’ প্রদান করে নিউইয়র্ক পুলিশ বিভাগ । তাকে মরণোত্তর ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে পদোন্নতি দেওয়া হয়।
দিদারুল ইসলামের স্ত্রীর পক্ষ থেকে পাঠ করা বিবৃতিতে বলা হয়, ‘আমার স্বামী ছিলেন একজন বিশ্বাসী, সৎ এবং পরোপকারী মানুষ।’
তিনি বলেন, ‘দিদারুল ছিলেন একজন নিবেদিতপ্রাণ পুত্র, একজন প্রিয় ভাই এবং সবচেয়ে স্নেহশীল পিতা। আমাদের পরিবারের কাছে তিনি ছিলেন আমাদের পৃথিবী।’