আওয়ামী ক্যাডারদের ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের তদন্ত চলছে : ডিএমপি

- আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। আর ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারতের পোশাক বাজারে শেয়ারের দরপতন হয়েছে।
গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলোচনার পর এ শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করছে। ভারতও এ বাজারে প্রবেশের চেষ্টা চালালেও শ্রমের সহজলভ্যতা ও প্রযুক্তিগত সুবিধায় বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারতের বাজার বাড়তি সুবিধা পায় এবং তাদের পোশাক শেয়ারের দাম বৃদ্ধি পায়। কিন্তু সর্বশেষ শুল্ক পরিবর্তনের পর পরিস্থিতি উল্টে যায়।
বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণার পর ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।
অন্যদিকে পাকিস্তানের পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির সঙ্গে তেল অনুসন্ধানে চুক্তি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত ৫০টিরও বেশি দেশের শুল্ক কমালেও ভারতের ক্ষেত্রে পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে।