আন্তরিকতায় বাংলাদেশের ধারের কাছেও নেই ইংল্যান্ড: হামজা চৌধুরী

- আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন লেস্টার সিটির ফুটবলার ও বাংলাদেশের জাতীয় দলে খেলা হামজা চৌধুরী। আন্তর্জাতিক বিরতির পর ক্লাব মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। সম্প্রতি স্টার অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন বাংলাদেশে কাটানো সময়, ভালোবাসা ও আতিথেয়তা নিয়ে। হামজা বলেন, “প্রথমবার বাংলাদেশে গিয়ে নিজের গ্রামে যাই। সেটা একেবারেই সাধারণ গ্রামীণ এলাকা। কিন্তু আমার শৈশবের অনেকটা সময় ওই জায়গার স্মৃতিতে ভরপুর।
তিনি আরও যোগ করেন, “ওখানে যে ভালোবাসা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার সতীর্থরাও এটা নিয়ে প্রায়ই কথা বলে। এমন আতিথেয়তা আর আন্তরিকতা কখনো স্বাভাবিক মনে হয় না।”
বাংলাদেশের মানুষের আন্তরিকতাকে ইংল্যান্ডের চেয়ে অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। “আমরা যুক্তরাজ্যে থাকি, সেখানে মনোযোগ পাই ঠিকই, কিন্তু বাংলাদেশে পাওয়া আন্তরিকতা একেবারেই অন্যরকম। ওটা এক অসাধারণ অভিজ্ঞতা।”
হামজা বলেন, “অনেকেই ভাবতে পারেন এটা আবেগময় কথা, কিন্তু আমার হৃদয়ের অনেকটা বাংলাদেশেই পড়ে আছে। ওখানে সবাই শুধু ভালোবাসা আর ইতিবাচকতা নিয়ে আসে। এটা ভাবলেই গর্ব হয়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের মন্তব্যে স্পষ্ট, মাঠে তার অবস্থান যেখানেই হোক, হৃদয়ের বড় একটা জায়গা তিনি বরাদ্দ রেখেছেন বাংলাদেশের জন্য।