এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

- আপডেট সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
কিছুদিন আগেই মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। গেল বুধবার আতলাস ও ইন্টার মায়ামির খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর।
ইএসপিএনের খবর অনুযায়ী, আতলাস ও মায়ামির বিপক্ষে ম্যাচ শেষে বাকবিণ্ডায় জড়ান দুই দলের খেলোড়রা খেলোয়াড়রা। অনুমতি না থাকলেও সেটি থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী। যা নিয়ে অভিযোগ তোলে আতলাসের খেলোয়াড়রা। লিগস কাপের শৃঙ্খলা কমিটিকে জানানো হলে এই নিষেধাজ্ঞা নেমে আসে। তাকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথম অবস্থায় কেবল ইন্টার মায়ামির এক সদস্যকে নিষিদ্ধ করা হয়েছে জানা গেলেও পরে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে তিনি মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গত ৩০ জুলাই ম্যাচ শেষে মায়ামির ক্লাবের এক প্রতিনিধি পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবর্হিভূত আচরণ করেন। এতে নিষেধজ্ঞার পাশাপাশি মায়ামির ওপর অপ্রকাশিত অংকের অর্থদণ্ড আরোপ করেছে।
আতলাসের ডিফেন্ডার ম্যাথিউস ডোরিয়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের বোর্ড বিষয়টি নিয়ে সঠিক ব্যবস্থা নেবে। আমি বুঝি, মেসির সুরক্ষার জন্য তার এখানে থাকার অনুমতি থাকতে পারে, যেমন ভক্তদের কাছ থেকে রক্ষা করা, কিন্তু খেলোয়াড়দের মধ্যেকার বিষয় নিয়ে তার এখানে থাকার কোনো অনুমতি নেই।”
তিনি আরও বলেন, “আমাদের পক্ষে এই বিষয়ে বেশি মন্তব্য করা বা মতামত দেওয়া ঠিক হবে না। কারণ লিগস কাপ কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখছেন এবং যা করা উচিত তা করবেন। যদি এটা শুধুমাত্র মেসি ও অন্যান্য খেলোয়াড়দের সুরক্ষার জন্য হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু অন্য কোনও কারণে হলে তা কেউ মেনে নেবে না। তবে এই ব্যাপারে আমার কিছু করার নেই। এর আগে ইয়াসিন চুয়েকোকে ইন্টার মিয়ামি মেজর লিগ সকার ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকার অনুমতি দেয়নি, যদিও তিনি এখনও ক্লাবের নিরাপত্তা টিমের একজন সদস্য ছিলেন।