রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে শুক্রবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিদ্যালয়ের তিন নম্বরের ফটকের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, শুক্রবার রাত দুইটার পরে উচ্চবিদ্যালয়ের ভেতরে খালি জায়গায় দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। অন্ধকারের মধ্যে সিসি টিভি ফুটেজ না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে এসে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিদ্যালয় কর্তৃপক্ষ একটি জিডি করেছে, তদন্ত করে দেখা হচ্ছে।









