বলিউডের দর্শকপ্রিয় জুটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একাধিকবার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছেন। ‘ডাইনামিক রোমান্টিক জুটি’ হিসেবে পরিচিত এই জুটি, ওম শান্তি ওম সিনেমার পরও একাধিক ছবিতে রোমান্টিক কমেডি দিয়ে দর্শকের মন জয় করেছে।
২০২৩ সালে শাহরুখের পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছিল, যার মধ্যে দুটি ছবিতে তিনি দীপিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার তাদের জুটি ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে। শাহরুখের ৬০তম জন্মবার্ষিকীতে ছবিটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে।
শাহরুখ বলেন, “‘কিং’ নিয়ে বেশি কিছু বলা যায় না। তবে একের পর এক ঝলক মুক্তি পাবে, এবং দর্শকরা ধীরে ধীরে ছবির গল্প সম্পর্কে জানবেন।” তিনি আরও জানান, সিনেমার গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, “ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। তাই ভালোবাসা তো থাকবেই।”
দীপিকা ও শাহরুখের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে। এরপর চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, জওয়ান এবং পাঠান-এও তাদের জুটি দর্শকপ্রিয় হয়েছে।
এই জুটি ফের ‘কিং’ সিনেমায় একসঙ্গে হাজির হয়ে রোমান্টিক ও কমেডি মুহূর্ত উপহার দিতে চলেছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।









