রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনে জরিমানা বাড়ছে পাঁচগুণ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনে জরিমানা বাড়ছে পাঁচগুণ

Image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ পাঁচগুণ বাড়ানো হচ্ছে। বিদ্যমান আইনে যেখানে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, নতুন আইনে সেটি বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নিয়েছে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরই অংশ হিসেবে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ এর খসড়া সংশোধনী প্রস্তাব তৈরি করেছে। ওই প্রস্তাব অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করলে বা সরকারের নির্দেশ অমান্য করলে ইউজিসি তাদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করতে পারবে। তবে কারাদণ্ডের বিধান তিন বছর কমিয়ে অনূর্ধ্ব দুই বছর করার প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সংশোধিত আইনের খসড়াটি দ্রত সময়ের মধ্যে চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় তা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংশোধীত খসড়া আইনে কোনো বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতির ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ন্যূনতম দুই বছরের জন্য বন্ধ রাখার বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনে এ বিষয়ে কোনো বিধান যুক্ত ছিল না।

নতুন প্রস্তাবিত আইনে কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বা সনদ বাতিল হলে পূর্বের শিক্ষার্থীদের সনদপত্র ও মার্কসিট/ট্রান্সক্রিপ্ট আচার্য কর্তৃক মনোনীত ব্যক্তির স্বাক্ষর করার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক নথিপত্রের বৈধতা নিশ্চিত করার জন্য এই বিধান যুক্ত করা হয়েছে। আগের আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না।

সার্টিফিকেটে দিতে পারবেন না ভারপ্রাপ্ত উপচার্যরা
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভারপ্রাপ্ত উপাচার্যরা স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে পারবেন না। তবে উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত প্রো-ভিসি অথবা রেজিস্ট্রার সনদ দিতে পারবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সনদ প্রদানে কোনো নিয়ম ছিল না। সংশোধিত নতুন বিধিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত আইনের খসড়ায় আচার্য কর্তৃক নিযুক্ত উপাচার্য কর্তৃক সনদপত্র স্বাক্ষরিত হওয়ার বিধান নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া মার্কসিট, ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত হওয়ার বিধান রাখা হয়েছে। মূল একাডেমিক নথিতে স্বাক্ষরকারীর নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সনদপত্র ও সনদপত্রের নিরাপত্তা প্রতীকের তদারক ও হেফাজতের কথা বলা ছিল। কিন্তু মূূল সনদপত্রে কে স্বাক্ষর করবেন তা এই ধারায় সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না।

ট্রাস্টি বোর্ডে একই পরিবারের ৫ জনের বেশি সদস্য নয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড গঠনে নিয়ন্ত্রণ আনতে নতুন বিধান যুক্ত করা হচ্ছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একই পরিবারের পাঁচজনের বেশি সদস্য থাকতে পারবেন না।

খসড়া আইনে আরও বলা হয়েছে, প্রতিটি ট্রাস্টি বোর্ডে সদস্য সংখ্যা অনধিক ১৫ জন ও অন্যূন ৯ জন হতে হবে। বোর্ড গঠনে বৈচিত্র্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সূত্র জানায়, গত ২৩ অক্টোবর কমিশনের ৫৭তম সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত)-এর খসড়াটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ট্রাস্টি বোর্ডে পারিবারিক প্রভাব সীমিত করার পাশাপাশি নেতৃত্বের ভারসাম্য আনার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া খসড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন, পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় আরও নানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে ইউজিসির নেতৃত্বে সার্চ কমিটি গঠন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ৫ একর জমি থাকা, এবং টিউশন ফি নির্ধারণে ইউজিসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন খসড়ার লক্ষ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও আর্থিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা। একই পরিবারের অতিরিক্ত সদস্য থাকলে স্বার্থের সংঘাত তৈরি হয়—তা রোধেই এই বিধান করা হচ্ছে।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৬টি, যার মধ্যে ১০৫টিতে পাঠদান চলছে। শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫৮ হাজারের বেশি। ইউজিসি আশা করছে, সংশোধিত আইন কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং একচ্ছত্র নিয়ন্ত্রণের সংস্কৃতি কমবে।

Releated Posts

মানসিক চাপও বাড়াতে পারে গ্যাস, বুকজ্বলা ও হজমের সমস্যা

মানসিক চাপও বাড়াতে পারে গ্যাস, বুকজ্বলা ও হজমের সমস্যা

গ্যাস, বুকজ্বলা, বদহজম বা কোষ্ঠকাঠিন্য—এই ধরনের সমস্যার মুখোমুখি হয় অনেকেই। অনেক সময় মনে হয়, এই সমস্যাগুলো শুধুই অতিরিক্ত…

ডিসেম্বর ৬, ২০২৫
ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত

ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত

ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলায় দেশি-বিদেশি ২২টি ট্যুর অপারেটররা অংশ নেয়। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর…

ডিসেম্বর ৬, ২০২৫
পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১ লাখ ৯৩ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন…

ডিসেম্বর ৬, ২০২৫
ক্যান্টনমেন্টে ৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যান্টনমেন্টে ৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালগুলোর বিভিন্ন ক্যাটাগরির ৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি…

ডিসেম্বর ৬, ২০২৫
মুন্সীগঞ্জে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ।…

ডিসেম্বর ৬, ২০২৫
শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে তার শারীরিক অবস্থার কারণেই—এমন তথ্য জানিয়েছেন…

ডিসেম্বর ৬, ২০২৫
শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত: এস জয়শঙ্কর

শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই (ভারত)…

ডিসেম্বর ৬, ২০২৫
যাত্রাবাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

যাত্রাবাড়ীতে দুই বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।…

ডিসেম্বর ৬, ২০২৫
ববি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

ববি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক শান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ…

ডিসেম্বর ৬, ২০২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনে জরিমানা বাড়ছে পাঁচগুণ - crd.news