কবি, গীতিকার ও অভিনেতা— মারজুক রাসেলের পরিচয় অনেকগুলো। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় দিয়ে আলোচনায় উঠে আসছেন বারবার। মারজুক অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজন চলমান। এ ছাড়া একক অভিনীত বেশ কিছু নাটকেও কাজ করছেন।
তবে ইদানীং নিজের ফেসবুক পেইজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সাথে হিউমার। কদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায়, দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
আসলেই কি তাই? বিষয়টি তা নয়, যে বক্তব্য মারজুক প্রদান করবেন তার ভিজুয়ালাইজেশন সেটা।
ক্যাপশনে সংলাপ লেখা-
―❝ভাই, আপনার এই অবস্থা ক্যা?❞
―❝আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।❞
প্রচলিত কথাকে পর্দায় কেমন দেখায়, সেটাই অভিনয় করে দেখালেন তিনি। কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় চার লাখ। ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ৮ হাজার।









