মার্কিন শুল্ক সামলাতে ব্রাজিলের বিরাট প্যাকেজ ঘোষণা

- আপডেট সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ০ বার পড়া হয়েছে
মার্কিন শুল্কের চাপ সামলাতে বিরাট প্যাকেজ ঘোষণা করেছে ব্রাজিল।গতকাল বুধবার ৫৫০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন শুল্কের বিপুল চাপ তৈরি হয়েছে ব্রাজিলের উপর। এই পরিস্থিতি সামলানোর জন্যই নতুন প্যাকেজ ঘোষণা করেছেন লুলা। তবে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে পরবর্তী আলোচনাও জারি থাকবে। অ্যামেরিকা যাতে তাদের উপর থেকে শুল্কের চাপ কমায়, তা নিয়ে আলোচনা চলবে।
ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে রপ্তানিকারীদের অক্সিজেন দিতে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন লুলা। সরকার জানিয়েছে, রপ্তানিকারকরা চাইলে ২০ বিলিয়ন ব্রাজিলীয় অর্থ ঋণ নিতে পারবেন। এর ফলে তাদের আর্থিক সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন লুলা।
তবে পাশাপাশি সরকারের পক্ষ থেক স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে। এই আর্থিক প্যাকেজের সঙ্গে তার কোনো বিরোধ নেই। আলোচনা যেমন চলার, তেমনই চলবে।