পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

- আপডেট সময় : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ হিসেবে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বৈঠকে ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে।
ট্রাম্প বলেন, “আমি বলতে পারি বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক। পুতিন একজন শক্ত ও কঠোর নেতা হলেও এটি ছিল দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা ভালো সম্পর্কে থাকে, সেটি দারুণ ব্যাপার। আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।
আলাস্কায় অনুষ্ঠিত এ বৈঠকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করেন দুই নেতা। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, অসংখ্য প্রাণ বাঁচানো ও ভবিষ্যতের যুদ্ধবিরতির আশায় তিনি রাশিয়ান নেতার সঙ্গে বসেছেন। বৈঠককে তিনি ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করলেও জানান, সংঘাত শেষ করার জন্য এখনও পূর্ণ সমাধানে পৌঁছানো যায়নি।
বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আমরা বহু বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও পুরোপুরি সমাধান হয়নি। তাই চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।