যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

- আপডেট সময় : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ঈদ-উল আযহা সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি যাত্রীবাহী পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার শেষ বিকেলে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক। তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারায় এসব মামলার রায় ঘোষণা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, বাসস্ট্যান্ডে কোনো ভাড়ার তালিকা প্রকাশ করা হয়নি। এতে যাত্রীরা বিভ্রান্তিতে পড়েন এবং বাড়তি ভাড়ার শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, “আসন্ন ঈদ-উল আযহায় ঘরমুখো মানুষের যাত্রা যেন হয় স্বস্তির ও হয়রানিমুক্ত, সে জন্যই আমাদের এ উদ্যোগ। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে।”