ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার সড়কে থামে না খোঁড়াখুঁড়ি, বছরজুড়ে ভোগান্তিতে নগরবাসী।

অনলাইন ডেস্ক, বাংলাদেশ সংলাপ
  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে বছরজুড়েই চলে খোঁড়াখুঁড়ি। সড়ক সংস্কার ও বিভিন্ন নালার নির্মাণকাজও চলে বিরামহীন। বর্ষা এলেই বাড়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ। যখন-তখন যত্রতত্র সড়কে খোঁড়াখুঁড়ি আর ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঢিমেতাল নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়িয়েই তুলছে। বিশেষত, এসব উন্নয়নকাজের ফলে সড়কের বিভিন্ন অংশ মাসের পর মাস সরু করে রাখা হচ্ছে। এতে চরমভাবে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। সর্বোপরি বাড়ছে যানজটের তীব্রতা ও জনদুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসময়ও রাজধানীর বহু জায়গায় এ ধরনের উন্নয়নকাজ চলমান। এসব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাজ চলছে খুবই ধীরগতিতে। ফলে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার অধিকাংশ সড়কে যানজটে নাজেহাল হচ্ছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষ।

রাজধানীর শ্যামলী থেকে গাবতলীগামী প্রধান সড়কের পাশ দিয়ে চলছে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের ডিপিডিসির জি-টু-জি প্রকল্পের আওতায় মাটির নিচ দিয়ে হাইভোল্টেজ বৈদ্যুতিক ট্রান্সমিশন স্থাপনের কাজ। সড়ক খুঁড়ে নিচ দিয়ে বৈদ্যুতিক তার স্থানান্তরের কাজে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। এতে ওই সড়কে চলাচলকারী নগরবাসীকে প্রতিদিন দীর্ঘ যানজটের কবলে পড়তে হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ কাজটি আগামী ৩ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী ৩০ বছরের জন্য সুফল পাওয়ার কথা উল্লেখ করে সাময়িক দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখও প্রকাশ করছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার সড়কে থামে না খোঁড়াখুঁড়ি, বছরজুড়ে ভোগান্তিতে নগরবাসী।

আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

রাজধানীর বিভিন্ন সড়কে বছরজুড়েই চলে খোঁড়াখুঁড়ি। সড়ক সংস্কার ও বিভিন্ন নালার নির্মাণকাজও চলে বিরামহীন। বর্ষা এলেই বাড়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ। যখন-তখন যত্রতত্র সড়কে খোঁড়াখুঁড়ি আর ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঢিমেতাল নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়িয়েই তুলছে। বিশেষত, এসব উন্নয়নকাজের ফলে সড়কের বিভিন্ন অংশ মাসের পর মাস সরু করে রাখা হচ্ছে। এতে চরমভাবে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। সর্বোপরি বাড়ছে যানজটের তীব্রতা ও জনদুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসময়ও রাজধানীর বহু জায়গায় এ ধরনের উন্নয়নকাজ চলমান। এসব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাজ চলছে খুবই ধীরগতিতে। ফলে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার অধিকাংশ সড়কে যানজটে নাজেহাল হচ্ছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষ।

রাজধানীর শ্যামলী থেকে গাবতলীগামী প্রধান সড়কের পাশ দিয়ে চলছে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের ডিপিডিসির জি-টু-জি প্রকল্পের আওতায় মাটির নিচ দিয়ে হাইভোল্টেজ বৈদ্যুতিক ট্রান্সমিশন স্থাপনের কাজ। সড়ক খুঁড়ে নিচ দিয়ে বৈদ্যুতিক তার স্থানান্তরের কাজে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। এতে ওই সড়কে চলাচলকারী নগরবাসীকে প্রতিদিন দীর্ঘ যানজটের কবলে পড়তে হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ কাজটি আগামী ৩ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী ৩০ বছরের জন্য সুফল পাওয়ার কথা উল্লেখ করে সাময়িক দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখও প্রকাশ করছেন তারা।