ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ অত্র এলাকার তথা সারা দেশেরে ধর্মপ্রাণ মানুষের পবিত্র স্থান হিসেবে সমাধিত। সবে ক্বদর ও সবে বরাতের রাতে হাজারো মানুষ সারা রাত ধরে ইবাদত বন্দেগীতে রত থাকে। এছাড়াও প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ বুধবার বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি ঘটে।

ইতিহাস সূত্র যত দূর জানা যায়, হযরত শাহ্ কবির (রহঃ) ইরাকের বসরায় ৬৭২খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। ৭১২খ্রিষ্টাব্দে তিনি ইসলাম ধর্ম প্রচারের লক্ষে- ভারত উপমহাদেশে আগমন করেন। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হারানো মসজিদে তাঁর প্রথম আগমন ঘটে। সেখানে কিছুদিন অবস্থান করার পর লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ী হারাটি এলাকায় তিনি পদার্পন করেন। অত্র এলাকায় ধর্ম প্রচার কালীন সময়ে ৭৩৪খ্রিষ্টাব্দে ইহধাম হইতে তিনি অমরধাম গমন করেন। ইংরেজি ২১ শে মার্চ ২৭ শে ফাল্গুন বাংলা। পরে তাঁকে নামুড়ী হারাটিতে সমাহিত করা হয়। এর পরেই তাঁর মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাজারের পবিত্রতা রক্ষার্থে মোমবাতি, আগরবাতি জ্বালানো চুম্বন দেওয়া, মাথা লাগানো, মুখে বা গায়ে ধুলো বালি মাখা শরিয়ত অনুসারে নিষেধ।

উক্ত মাজার কমিটির খাদেম হিসেবে রয়েছেন মৌলভী মোঃ আব্দুল খালেক।

বড়দরগাহ মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ জামে মসজিদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ

আপডেট সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

লালমনিরহাটের হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ অত্র এলাকার তথা সারা দেশেরে ধর্মপ্রাণ মানুষের পবিত্র স্থান হিসেবে সমাধিত। সবে ক্বদর ও সবে বরাতের রাতে হাজারো মানুষ সারা রাত ধরে ইবাদত বন্দেগীতে রত থাকে। এছাড়াও প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ বুধবার বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি ঘটে।

ইতিহাস সূত্র যত দূর জানা যায়, হযরত শাহ্ কবির (রহঃ) ইরাকের বসরায় ৬৭২খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। ৭১২খ্রিষ্টাব্দে তিনি ইসলাম ধর্ম প্রচারের লক্ষে- ভারত উপমহাদেশে আগমন করেন। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হারানো মসজিদে তাঁর প্রথম আগমন ঘটে। সেখানে কিছুদিন অবস্থান করার পর লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ী হারাটি এলাকায় তিনি পদার্পন করেন। অত্র এলাকায় ধর্ম প্রচার কালীন সময়ে ৭৩৪খ্রিষ্টাব্দে ইহধাম হইতে তিনি অমরধাম গমন করেন। ইংরেজি ২১ শে মার্চ ২৭ শে ফাল্গুন বাংলা। পরে তাঁকে নামুড়ী হারাটিতে সমাহিত করা হয়। এর পরেই তাঁর মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাজারের পবিত্রতা রক্ষার্থে মোমবাতি, আগরবাতি জ্বালানো চুম্বন দেওয়া, মাথা লাগানো, মুখে বা গায়ে ধুলো বালি মাখা শরিয়ত অনুসারে নিষেধ।

উক্ত মাজার কমিটির খাদেম হিসেবে রয়েছেন মৌলভী মোঃ আব্দুল খালেক।

বড়দরগাহ মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ জামে মসজিদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।