সংবাদ শিরোনাম ::
ভিপি নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে বাউফলেমানববন্ধন ও বিক্ষোভ।

- আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গলাচিপায় বিএনপির কর্মী সমর্থকরা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় বাউফল থানার সামনে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে নারীপুরুষসহ কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রায় আধা ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের বাউফল উপজেলার আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব শাকিল আহম্মে প্রমূখ।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানা ব্রিজ পর্যন্ত গিয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
#
ট্যাগস :