ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হোয়াটসঅ্যাপে আসছে এআই ম্যাজিক

  • আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

মেটার ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি,

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এআইচালিত ‘মেসেজ সামারি’ ফিচার, যা অপঠিত (আনরিড) বার্তাগুলোর স্বয়ংক্রিয় সারাংশ তৈরি করে দেখাবে। ব্যবহারকারী চাইলেই এ ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন এবং এটি একান্তভাবে তার জন্যই দৃশ্যমান থাকবে। চ্যাটের অন্য কেউ এ সারাংশ দেখতে পাবেন না।

এ ফিচারে ব্যবহৃত হয়েছে মেটার ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি, যা সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করে। অর্থাৎ, সারাংশ তৈরি করতে বার্তাগুলো প্রক্রিয়াকরণ হলেও হোয়াটসঅ্যাপ বা মেটা নিজেই কোনো বার্তা পড়ে না বা সংরক্ষণ করে না। বর্তমানে এ ফিচারটি পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে এটি আরও ভাষা ও দেশে চালু করা হবে।

ব্যবহারকারীরা Settings > Chats > Private Processing মেনুতে গিয়ে এ ফিচারটি চালু বা নিষ্ক্রিয় করতে পারবেন। শুধু সারাংশ নয়, ভবিষ্যতে এই এআই আরও লেখার পরামর্শ, স্মার্ট রিপ্লাই ও কার্যকর যোগাযোগে সহায়তা দেবে, পুরোটা গোপনীয়তার নিরাপত্তা বজায় রেখেই।

টেকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকর ও সময় সাশ্রয়ী সংযোজন। WhatsApp এবার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করে তুলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হোয়াটসঅ্যাপে আসছে এআই ম্যাজিক

আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এআইচালিত ‘মেসেজ সামারি’ ফিচার, যা অপঠিত (আনরিড) বার্তাগুলোর স্বয়ংক্রিয় সারাংশ তৈরি করে দেখাবে। ব্যবহারকারী চাইলেই এ ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন এবং এটি একান্তভাবে তার জন্যই দৃশ্যমান থাকবে। চ্যাটের অন্য কেউ এ সারাংশ দেখতে পাবেন না।

এ ফিচারে ব্যবহৃত হয়েছে মেটার ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি, যা সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করে। অর্থাৎ, সারাংশ তৈরি করতে বার্তাগুলো প্রক্রিয়াকরণ হলেও হোয়াটসঅ্যাপ বা মেটা নিজেই কোনো বার্তা পড়ে না বা সংরক্ষণ করে না। বর্তমানে এ ফিচারটি পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে এটি আরও ভাষা ও দেশে চালু করা হবে।

ব্যবহারকারীরা Settings > Chats > Private Processing মেনুতে গিয়ে এ ফিচারটি চালু বা নিষ্ক্রিয় করতে পারবেন। শুধু সারাংশ নয়, ভবিষ্যতে এই এআই আরও লেখার পরামর্শ, স্মার্ট রিপ্লাই ও কার্যকর যোগাযোগে সহায়তা দেবে, পুরোটা গোপনীয়তার নিরাপত্তা বজায় রেখেই।

টেকপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকর ও সময় সাশ্রয়ী সংযোজন। WhatsApp এবার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করে তুলছে।