নতুন ক্লাবের চুক্তি সই করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পগবা

- আপডেট সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
সাধারণত ফুটবলারদের হাসিখুশি মুখে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে দেখা যায়। কিন্তু এবার ব্যতিক্রম এক দৃশ্যের জন্ম দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। ফ্রেঞ্চ লিগ আঁ–এর ক্লাব এএস মোনাকো সামাজিক যোগাযোগমাধ্যমে পগবার চুক্তি সইয়ের ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘পল পগবার জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।
ভিডিওতে দেখা যায় ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে গিয়ে অঝোরে কাঁদছেন পগবা। তার দুচোখ বেয়ে পানি পড়েছে টেবিলেও। কিছুক্ষণ হাত দিয়ে মুখও ঢেকে ছিলেন। তা দেখে পাশে থাকা দুই ব্যক্তি পিঠ চাপড়ে তাকে শান্ত করার চেষ্টা করে গেছেন।
পগবার এমন কান্না করার কারণও আছে। ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেক সাময়িক নিষিদ্ধ হন এই ফরাসি মিডফিল্ডার। সে সময় তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে আসে ১৮ মাসে। কিন্তু গত নভেম্বরে পারস্পরিক সমঝোতায় পগবার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস। এতে তার পেশাদার ক্যারিয়ার আবারও অনিশ্চতার মুখে পড়ে।শেষ পর্যন্ত এএস মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন পগবা। এতে করে আবারও পেশাদার ফুটবলে ফিরতে পারছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মিডফিল্ডার। নিজের এমন প্রত্যাবর্তনে তাই আবেগ ধরে রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।