ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আদালতের কাঠগড়ায় হাসিমুখে তুহিন, নিশ্চুপ মমতাজ

  • আপডেট সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

নিশ্চুপ মমতাজ

রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে গ্রেফতার দেখান। অন্যদিকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সকালে কারাগার থেকে মমতাজকে আদালতে হাজির করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় আদালতের হাজতখানা থেকে পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়। এ সময় মাস্ক দিয়ে মুখ ঢেকে ছিলেন মমতাজ। পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেন পুলিশ সদস্যরা। ১০টা ৩৮ মিনিটে বিচারক এজলাসে ওঠেন।

প্রথমে কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাঁড়ান। শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাঁড়ান।

তখন কাঠগড়ায় থাকা সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন তার সঙ্গে কথা বলতে থাকেন। তখন সাবিনাকে হাসিমুখে দেখা গেলেও নিশ্চুপ ছিলেন মমতাজ। পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মমতাজ। গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন। এরপর ১১টা ১১ মিনিটে তাকে জ্যাকেট ও হেলমেট পরানো হয়। কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। 

মমতাজের মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাতে শাওন মুফতি আন্দোলনে অংশ নিয়ে তাঁতীবাজার মোড়ের ‘ফুলকলি’ দোকানের সামনে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এর দুই ঘণ্টা পর রাত দেড়টায় তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা মাকসুদা বেগম গত ২৮ মে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালতের কাঠগড়ায় হাসিমুখে তুহিন, নিশ্চুপ মমতাজ

আপডেট সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে গ্রেফতার দেখান। অন্যদিকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সকালে কারাগার থেকে মমতাজকে আদালতে হাজির করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় আদালতের হাজতখানা থেকে পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়। এ সময় মাস্ক দিয়ে মুখ ঢেকে ছিলেন মমতাজ। পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেন পুলিশ সদস্যরা। ১০টা ৩৮ মিনিটে বিচারক এজলাসে ওঠেন।

প্রথমে কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাঁড়ান। শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাঁড়ান।

তখন কাঠগড়ায় থাকা সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন তার সঙ্গে কথা বলতে থাকেন। তখন সাবিনাকে হাসিমুখে দেখা গেলেও নিশ্চুপ ছিলেন মমতাজ। পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মমতাজ। গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন। এরপর ১১টা ১১ মিনিটে তাকে জ্যাকেট ও হেলমেট পরানো হয়। কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। 

মমতাজের মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাতে শাওন মুফতি আন্দোলনে অংশ নিয়ে তাঁতীবাজার মোড়ের ‘ফুলকলি’ দোকানের সামনে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এর দুই ঘণ্টা পর রাত দেড়টায় তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা মাকসুদা বেগম গত ২৮ মে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।