দারুণ জয়ে এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ

- আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের উদ্দেশে রওনা হওয়ার আগে একটা স্বপ্নের কথা বলে গিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার—প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চান!
সেই স্বপ্নপূরণের পথে আজ ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুটি গোলে মিয়ানমারকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনে র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে বাটলারের দল।
এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
শুরু থেকেই মিয়ানমারের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। সেই আক্রমণ থেকে প্রথম গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। লিড এনে দেন ঋতুপর্ণা। ম্যাচের ১৮ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন শামসুন্নাহার সিনিয়র। ফাউলের বাঁশি বাজান রেফারি। সেট পিস থেকে ঋতুপর্ণার নেওয়া শট আটকে যায় মিয়ানমারের ডিফেন্ডারদের গায়ে লেগে। কিন্তু আবারও বল পেয়ে যান ঋতুপর্ণা। এবার আর কোনো ভুল নয়। বাংলাদেশ ফরোয়ার্ডের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে আশ্রয় নেয় জালে। বলের লাইনে ঝাপিয়ে পড়েও সেটাকে আটকাতে পারেননি মিয়ানমার গোলরক্ষক।
৬৬ মিনিটে ডিফেন্সের ভুলে বিপদ প্রায় ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ। এ যাত্রায় বক্সের ডান পাশ থেকে সেটি ক্লিয়ার করেন শামসুন্নাহার জুনিয়র। ৬৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক গ্যালারিকে প্রায় নিশ্চুপ করে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটা বাইরে চলে যায় একটুর জন্য। বক্সের বাপাশ থেকে ঋতুপর্ণা চাকমা ক্রস বাড়িয়েছিলেন। পা ছুঁইয়েছিলেন মনিকা চাকমা। বল অল্পের জন্য জালের দেখা পায়নি।