মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিচ্ছিলেন। এ সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে। সোমবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ট্রাম্প ভাষণ দেওয়ার সময় নেসেট সদস্য আয়মান ওদেহ ট্রাম্পকে বাধা দেন। এবং তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এতে ইসরাইলের পার্লামেন্টে কিছুটা হট্টগোল দেখা গিয়েছিল। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন।
একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত তার কাছে এগিয়ে যায় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।
এর আগে, ওদেহ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এতে তিনি লিখেন, “প্লেনামে যে পরিমাণ ভণ্ডামি ছিল তা অসহনীয়। কোনও সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে কখনও দেখা যায়নি এমন তোষামোদের মাধ্যমে নেতানিয়াহুকে মুকুট দেওয়ার অর্থ তাকে এবং তার সরকারকে গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ থেকে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি এবং হাজার হাজার ইসরাইলি নিহতদের রক্তের দায় থেকে মুক্তি দেওয়া নয়। “কিন্তু শুধুমাত্র যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণেই আমি এখানে আছি।
“কেবলমাত্র দখলদারিত্বের অবসান এবং ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেই সকলের জন্য ন্যায়বিচার, শান্তি এবং নিরাপত্তা বয়ে আসবে।









