ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বহু আগেই সম্পর্কে জড়িয়েছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

জয়া আহসান

দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও কাজ করে যাচ্ছেন। ওপার বাংলাতেও পেয়েছেন তারাকা খ্যাতি। কাজ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সংবাদমাধ্যমে কথা বললেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত প্রসঙ্গ এলেই এড়িয়ে যান তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। নাম প্রকাশ না করলেও অভিনেত্রী জানিয়েছেন, তার প্রেমিক মিডিয়ার কেউ নন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমা দুটির প্রচারণা্যয় ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জয়া।

কারো সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, জানিয়ে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকবারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যারা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তারা জানেন তাদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।

প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তার ভাষ্য, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, সেটাও জানি না। কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কি না, তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

তাহলে কি বিয়ের জন্য প্রস্তুত নন জয়া? এমনটাও মানতে নারাজ এই অভিনেত্রী। জানালেন, বিয়ে নিয়ে তার মধ্যে ভয় কাজ করে। জয়ার ভাষ্য, ‘আসলে এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। এ বিষয়ে আমার ভেতর ভীতি কাজ করে। আমার আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বহু আগেই সম্পর্কে জড়িয়েছি: জয়া আহসান

আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও কাজ করে যাচ্ছেন। ওপার বাংলাতেও পেয়েছেন তারাকা খ্যাতি। কাজ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সংবাদমাধ্যমে কথা বললেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত প্রসঙ্গ এলেই এড়িয়ে যান তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। নাম প্রকাশ না করলেও অভিনেত্রী জানিয়েছেন, তার প্রেমিক মিডিয়ার কেউ নন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমা দুটির প্রচারণা্যয় ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জয়া।

কারো সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, জানিয়ে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকবারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যারা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তারা জানেন তাদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।

প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তার ভাষ্য, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, সেটাও জানি না। কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কি না, তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

তাহলে কি বিয়ের জন্য প্রস্তুত নন জয়া? এমনটাও মানতে নারাজ এই অভিনেত্রী। জানালেন, বিয়ে নিয়ে তার মধ্যে ভয় কাজ করে। জয়ার ভাষ্য, ‘আসলে এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। এ বিষয়ে আমার ভেতর ভীতি কাজ করে। আমার আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।