ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলের পরও হারল আল নাসর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

রোনালদো

রোববার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে আল নাসর। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দার দল আলমেরিয়ার হয়ে আদ্রি এমবারাবা জোড়া গোল করেন। বাকি গোলটা আসে সার্জিও আরিবাসের পা থেকে। আল নাসরের দুটি গোলই করেন রোনালদো।


ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আলমেরিয়াই। ১৭টি শট নিয়ে ১১টিই লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৫৪ শতাংশ বল পায়ে রেখেও মাত্র ৬টি শট নিতে পারে আল নাসর, যা মাত্র দুটি লক্ষ্যে থাকে। সেই দুটিতেও আসে গোল দুটি।


একের পর এক আক্রমণ চালানো আলমেরিয়া ষষ্ঠ মিনিটেই লিড পায়। দলকে এগিয়ে দেন সার্জিও আরিবাস। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্রুতই, কিন্তু কাজেও লাগাতে পারেনি স্বাগতিকরা। ১৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ডি-বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে গোল করেন তিনি। ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আল নাসর। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নেন। স্পটকিকে গোলরক্ষককে বোকা বানাতে  বেগ পেতে হয়নি তাকে। প্রাক মৌসুমে দারুণ ফর্মে আছেন রোনালদো। এ সময়ে তিন ম্যাচেই করলেন ৬ গোল। তুলোসের বিপক্ষে গোল দিয়ে শুরু, রিও আভের বিপক্ষে হ্যাটট্রিকের পর এদিন করলেন জোড়া গোল। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। ৪৩ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে আদ্রি এমবারবার গোলে। ৬১ মিনিটে জয়সূচক গোলটাও আসে তার পা থেকে। এর মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে আল নাসর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোনালদোর জোড়া গোলের পরও হারল আল নাসর

আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

রোববার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে আল নাসর। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দার দল আলমেরিয়ার হয়ে আদ্রি এমবারাবা জোড়া গোল করেন। বাকি গোলটা আসে সার্জিও আরিবাসের পা থেকে। আল নাসরের দুটি গোলই করেন রোনালদো।


ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আলমেরিয়াই। ১৭টি শট নিয়ে ১১টিই লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৫৪ শতাংশ বল পায়ে রেখেও মাত্র ৬টি শট নিতে পারে আল নাসর, যা মাত্র দুটি লক্ষ্যে থাকে। সেই দুটিতেও আসে গোল দুটি।


একের পর এক আক্রমণ চালানো আলমেরিয়া ষষ্ঠ মিনিটেই লিড পায়। দলকে এগিয়ে দেন সার্জিও আরিবাস। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দ্রুতই, কিন্তু কাজেও লাগাতে পারেনি স্বাগতিকরা। ১৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ডি-বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে গোল করেন তিনি। ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় আল নাসর। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নেন। স্পটকিকে গোলরক্ষককে বোকা বানাতে  বেগ পেতে হয়নি তাকে। প্রাক মৌসুমে দারুণ ফর্মে আছেন রোনালদো। এ সময়ে তিন ম্যাচেই করলেন ৬ গোল। তুলোসের বিপক্ষে গোল দিয়ে শুরু, রিও আভের বিপক্ষে হ্যাটট্রিকের পর এদিন করলেন জোড়া গোল। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। ৪৩ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে আদ্রি এমবারবার গোলে। ৬১ মিনিটে জয়সূচক গোলটাও আসে তার পা থেকে। এর মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে আল নাসর।