ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর হতাশায় ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুরুতে শোবিজে পা রাখেন উপস্থাপিকা হিসেবে। তবে তাকে দর্শকমহলে পরিচিতি এনে দিয়েছে নায়িকা হিসেবে। দুই বাংলাতেই গ্ল্যামার আর অভিনয় প্রতিভার মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো এই চিত্রনায়িকা।

তবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল প্রেমিক রনি রিয়াদ রশিদকে ছেড়ে আসা। দীর্ঘ ১০ বছরের প্রেম ও ২০২০ সালে ধুমধাম করে হওয়া বাগদানের আনন্দ একসময় থেমে যায় বিচ্ছেদের মধ্যদিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া জানান, সেই সময়টা সামলে ওঠা তার জন্য ভীষণ কঠিন ছিল। ছোটবেলা থেকে রনিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে আসায় সম্পর্ক ছিন্ন করা ছিল মানসিকভাবে বড় ধাক্কা।

ফারিয়ার ভাষায়, ‘মা-বাবা আর রনিকে ঘিরেই ছিল আমার পৃথিবী। রনির সঙ্গে ছাড়াছাড়ির পর কষ্ট পেয়েছিলাম। কারণ ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগে তিন মাস কোনো কাজ করতে পারেননি এই অভিনেত্রী। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, অবসাদ কাটাতে ওষুধও খেতে হয়েছিল। ফারিয়া বলেন, ‘১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রচুর মনের জোর লাগে।

বিচ্ছেদের প্রায় চার বছর পর সাহস করে বিষয়টি প্রকাশ্যে আনলেন এই তারকা। জানালেন, সময়ের সঙ্গে তিনি চেষ্টা করছেন জীবনের নতুন অধ্যায়ে মানিয়ে নিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিচ্ছেদের পর হতাশায় ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুরুতে শোবিজে পা রাখেন উপস্থাপিকা হিসেবে। তবে তাকে দর্শকমহলে পরিচিতি এনে দিয়েছে নায়িকা হিসেবে। দুই বাংলাতেই গ্ল্যামার আর অভিনয় প্রতিভার মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো এই চিত্রনায়িকা।

তবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল প্রেমিক রনি রিয়াদ রশিদকে ছেড়ে আসা। দীর্ঘ ১০ বছরের প্রেম ও ২০২০ সালে ধুমধাম করে হওয়া বাগদানের আনন্দ একসময় থেমে যায় বিচ্ছেদের মধ্যদিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া জানান, সেই সময়টা সামলে ওঠা তার জন্য ভীষণ কঠিন ছিল। ছোটবেলা থেকে রনিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে আসায় সম্পর্ক ছিন্ন করা ছিল মানসিকভাবে বড় ধাক্কা।

ফারিয়ার ভাষায়, ‘মা-বাবা আর রনিকে ঘিরেই ছিল আমার পৃথিবী। রনির সঙ্গে ছাড়াছাড়ির পর কষ্ট পেয়েছিলাম। কারণ ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগে তিন মাস কোনো কাজ করতে পারেননি এই অভিনেত্রী। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, অবসাদ কাটাতে ওষুধও খেতে হয়েছিল। ফারিয়া বলেন, ‘১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রচুর মনের জোর লাগে।

বিচ্ছেদের প্রায় চার বছর পর সাহস করে বিষয়টি প্রকাশ্যে আনলেন এই তারকা। জানালেন, সময়ের সঙ্গে তিনি চেষ্টা করছেন জীবনের নতুন অধ্যায়ে মানিয়ে নিতে।