ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় ডেভিল হান্টে  আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

কলাপাড়ায় ডেভিল হান্টে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার
  • আপডেট সময় : ১১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে এই অভিযান চালানো হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কলাপাসাধারণ ড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর তারিকুজ্জামান (তারা), সাধারণ  সম্পাদক খাইরুল আমিন তালুকদার এবং ধানখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিব মোল্লা।কিরণ 

কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কলাপাড়া থানা হাজতে আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

থানা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “অপরাধমূলক কর্মকাণ্ড ও সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রেক্ষাপটে অভিযানটি চালানো হয়। যতক্ষণ না আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।”

‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে কলাপাড়ায় অপরাধ দমনে পুলিশ আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ এই অভিযানে সমর্থন জানালেও, কেউ কেউ বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজনৈতিক হয়রানির আশঙ্কা রয়েছে।

তবে পুলিশ বলছে, নিরপেক্ষ এবং প্রমাণসাপেক্ষ এ অভিযান চলছে অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলাপাড়ায় ডেভিল হান্টে  আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে এই অভিযান চালানো হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কলাপাসাধারণ ড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর তারিকুজ্জামান (তারা), সাধারণ  সম্পাদক খাইরুল আমিন তালুকদার এবং ধানখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিব মোল্লা।কিরণ 

কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কলাপাড়া থানা হাজতে আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

থানা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “অপরাধমূলক কর্মকাণ্ড ও সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রেক্ষাপটে অভিযানটি চালানো হয়। যতক্ষণ না আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।”

‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে কলাপাড়ায় অপরাধ দমনে পুলিশ আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ এই অভিযানে সমর্থন জানালেও, কেউ কেউ বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজনৈতিক হয়রানির আশঙ্কা রয়েছে।

তবে পুলিশ বলছে, নিরপেক্ষ এবং প্রমাণসাপেক্ষ এ অভিযান চলছে অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।