ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদ
  • আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৪৫ বার পড়া হয়েছে

বক্তব্য দেন অপর্ণা রায় দাস

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার। কোনো তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোনো সরকারকে এ দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রন্টের উদ্যোগে রাজধানীতে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৪৪টি জেলা-মহানগর ইউনিট থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ২৮ জুলাই এই হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূজা ফ্রন্টের নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করতে এই হিন্দু মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় সভায় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহসাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) তন্ময় সাহা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশি হিসেবে দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি সভায় পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার। কোনো তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোনো সরকারকে এ দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রন্টের উদ্যোগে রাজধানীতে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৪৪টি জেলা-মহানগর ইউনিট থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ২৮ জুলাই এই হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূজা ফ্রন্টের নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করতে এই হিন্দু মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় সভায় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহসাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) তন্ময় সাহা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশি হিসেবে দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি সভায় পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।