৪৫০ বছর পর রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

- আপডেট সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলে ৪৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির জরুরি কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ওই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি আঘাত হানে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রগ্রাম অনুসারে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ১৫৫০ সালে শেষবার অগ্ন্যুৎপাত হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল স্তূপ বের হতে দেখা যাচ্ছে।
কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আগ্নেয়গিরির স্তূপটি ছয় হাজার মিটার (১৯ হাজার ৭০০ ফুট) উচ্চতায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগ্নেয়গিরি থেকে লাভা পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এর পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই এবং জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনাও রেকর্ড করা হয়নি।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমান চলাচলের ঝুঁকি হিসেবে আগ্নেয়গিরিটিকে ‘কমলা’ কোড দেওয়া হয়েছে, যার অর্থ ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে। এর আগে বুধবার এই অঞ্চলের আরেকটি আগ্নেয়গিরি—ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় ক্লাইচেভস্কয়ে অগ্ন্যুৎপাত ঘটে। গ্লোবাল ভলকানিজম প্রগ্রাম অনুসারে, ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাত বেশ সাধারণ, ২০০০ সাল থেকে কমপক্ষে ১৮টি ঘটেছে।