নতুন রূপে স্পাইডারম্যান, প্রকাশ পেল প্রথম ঝলক

- আপডেট সময় : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
টম হল্যান্ড তার নতুন স্পাইডার ম্যান সুটের প্রথম ঝলক প্রকাশ করেছেন। যা পুরনো স্যুটের অনুভূতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। গত শুক্রবার ন্যাশনাল স্পাইডার ম্যান ডে উপলক্ষে মেকওভার টিজার প্রকাশের করে।গতকাল শনিবার সকালে হল্যান্ড একটি ভিডিও শেয়ার করে নতুন স্যুটে লুক প্রকাশ করেন এবং বলেন, ‘আমরা তৈরি।’
এবারের স্যুটটি আগের স্যুটগুলোর থেকে অনেক আলাদা। লাল ও নীল অংশগুলো বেশ উজ্জ্বল এবং স্পাইডারের লোগো বড় ও স্পষ্টভাবে দেখা যায়। এটি টবি ম্যাগুয়ের এবং অ্যান্ড্রু গারফিল্ডের পুরনো স্পাইডার-ম্যান স্যুটের সঙ্গে অনেকটাই মিল রেখে তৈরি, যা ভক্তদের পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তোলে।
এই নতুন স্পাইডার ম্যান স্যুটটি আসন্ন সিনেমা ‘স্পাইডার ম্যান: ব্রান্ড নিউ ডে’-এর অংশ। সিনেমাটি ২০২৬ সালের (৩১ জুলাই) মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটি ‘নো ওয়ে হোম’-এর পরবর্তী কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে পিটার পার্কার স্মৃতি মুছে ফেলার মাধ্যমে মাল্টিভার্স বাঁচাতে বাধ্য হয়।
ভক্তরা অনেকেই বলছেন, এই নতুন স্যুটটি যেন একধরনের ট্রিবিউট আগের দুই স্পাইডার ম্যান-টবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডকে। কেউ আবারও বলছেন, টম হল্যান্ডের নতুন যাত্রা আসলে পুরনো স্মৃতিরই এক নতুন রূপ।