৩৬ বছর বয়সে মারা গেলেন মিশরীয় গোলকিপার

- আপডেট সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
লিভারের জটিলতার কারণে ৩৬ বছর বয়সেই মারা গেলেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ আবু নাগা। ফুটবলমহলে ‘বোঙ্গা’ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিশরীয় ফুটবল সংস্থা (ইএফএ)।
অসুস্থতার কারণে মিশরীয় প্রো লিগ মৌসুম শেষ হওয়ার পরপরই আবু নাগাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জন্ডিস এবং লিভারের এনজাইম কাজ না করায় এমন সমস্যায় পড়েন তিনি।
দ্রুতই আবু নাগার অবস্থা খারাপ হয়ে পড়ে। লিভার প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু অপারেশন হওয়ার আগেই গতকাল শনিবার পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাকে।
সবশেষ মৌসুমে ওয়াদি দেগলা ক্লাবের হয়ে খেলেছেন আবু নাগা। দলটির হয়ে ২৯ ম্যাচ খেলে তাদের মিশরের শীর্ষ লিগে তুলতে অবদান রাখেন তিনি। আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন আবু নাগা।