ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামল-মাহার ঘর আলোকিত করে এলো নতুন অতিথি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

শ্যামল মাওলা ও মাহা শিকদার

সুখবর দিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা শ্যামল মাওলা। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।

সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘এ নিউ স্টার কামস টু প্ল্যানেট। জানিয়ে দিয়েছেন সেই ছোট্ট তারার নামটিও- সানাভ মাওলা। ২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা। একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্যামল-মাহার ঘর আলোকিত করে এলো নতুন অতিথি

আপডেট সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

সুখবর দিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা শ্যামল মাওলা। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।

সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘এ নিউ স্টার কামস টু প্ল্যানেট। জানিয়ে দিয়েছেন সেই ছোট্ট তারার নামটিও- সানাভ মাওলা। ২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা। একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।