ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

লনি অ্যান্ডারসন। আইএমডিবি

আশির দশকের জনপ্রিয় টিভি তারকা লনি অ্যান্ডারসন মারা গেছেন। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। খবরটি এবিসির কাছে নিশ্চিত করেন তাঁর দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে কাগান। আগামীকাল ৫ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। তবে আশিতে পা দেওয়ার আগেই চলে গেলেন তিনি। জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।

এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘তাঁর যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।

সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’ যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন

আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

আশির দশকের জনপ্রিয় টিভি তারকা লনি অ্যান্ডারসন মারা গেছেন। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। খবরটি এবিসির কাছে নিশ্চিত করেন তাঁর দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে কাগান। আগামীকাল ৫ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। তবে আশিতে পা দেওয়ার আগেই চলে গেলেন তিনি। জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।

এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘তাঁর যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।

সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’ যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।