নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

- আপডেট সময় : ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উক্ত প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ মে ২০২৫) সকালে নাটোর শহরের কানাইখালিতে অবস্থানরত এস এম প্লাজার চতুর্থ তলায় উক্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রশিদ মাস্টার।তফসিল ঘোষণা পত্র অনুযায়ী উক্ত প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন হবে আগামী ৫-জুলাই-২০২৫ইং শনিবার সকাল দশটা হতে বিরতিহীন ভাবে দুপুর দুইটা পর্যন্ত চলবে। নির্বাচনী পদ সংখ্যা ২১টি।
মনোনয়ন ফরম উত্তোলন শুরু ২৫-জুন-২০২৫। মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় ৩০-জুন-২০২৫ দুপুর ২টা পর্যন্ত।
মনোনয়ন ফরম যাচাই বাছাই ও চুরান্ত প্রার্থী ঘোষণা করা হবে মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখে বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
তফসিল ঘোষণা কালে উক্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এডভোকেট আলেক উদ্দীন শেখ, সাধারণ-সম্পাদক রেজাউল করিম মিন্টু, প্রধান নির্বাচন কমিশনারের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, মেহেরুল ইসলাম মোহন, শাহীন, আশরাফুল ও আলীম মোল্লা সহ নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।