কুয়াকাটায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি

- আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ড পাঞ্জুপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদার জানান, “রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। ভোরে ঘুম থেকে উঠে দেখি সবকিছু এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।”
এলাকাবাসী জানান, সম্প্রতি কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে রাতে পুলিশের টহল বা নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চোরচক্র শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”