ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে, দাঁড়িপাল্লা প্রতীকও থাকছে: ইসি

ডেস্ক নিউজ, বাংলাদেশ সংলাপ
  • আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সম্পন্ন করেছে।

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে আজ বুধবার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ সভা হয়। আলোচনা হয় জামায়াতের নিবন্ধন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথসহ এনআইডি সংশোধনের নানা বিষয়ে।

বিকেলে প্রায় তিন ঘণ্টার এ বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ২০১৩ সালে বাতিল হওয়া জামায়াতের নিবন্ধন প্রতীকসহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনার সানাউল্লাহ বলেন, জামায়াতে-ইসলামীর নিবন্ধন ফিরে পাবে, সেই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। জামায়াতের প্রতীক বিষয়ে কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল। এবার তারা প্রতীক এবং নিবন্ধন ফিরে পাবে। তবে একটু সময় লাগবে।

এসময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাকের শপথ প্রসঙ্গ তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ গেজেট প্রকাশ করা, বাকি দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা যাবে না বলেও জানান নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে, দাঁড়িপাল্লা প্রতীকও থাকছে: ইসি

আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সম্পন্ন করেছে।

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে আজ বুধবার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ সভা হয়। আলোচনা হয় জামায়াতের নিবন্ধন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথসহ এনআইডি সংশোধনের নানা বিষয়ে।

বিকেলে প্রায় তিন ঘণ্টার এ বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ২০১৩ সালে বাতিল হওয়া জামায়াতের নিবন্ধন প্রতীকসহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনার সানাউল্লাহ বলেন, জামায়াতে-ইসলামীর নিবন্ধন ফিরে পাবে, সেই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। জামায়াতের প্রতীক বিষয়ে কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল। এবার তারা প্রতীক এবং নিবন্ধন ফিরে পাবে। তবে একটু সময় লাগবে।

এসময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাকের শপথ প্রসঙ্গ তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ গেজেট প্রকাশ করা, বাকি দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা যাবে না বলেও জানান নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।